• শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৬:৩৪

মোরেলগঞ্জে পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

প্রতিনিধি: / ২১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। পরিবার কল্যান সহকারি শামীম আরার লাগাতার অনিয়মের বিরুদ্ধে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে এ দপ্তরে কর্মরত ৮৭জন কর্মকর্তা-কর্মচারি অংশ গ্রহন করেন। পরে তারা প্রেসক্লবে লিখিতভাবে অভিযোগও করেন। এদের মধ্যে পরিবার কল্যাণ সহকারী , পরিবার পরিকল্পনা পরিদর্শিকা , পরিবার কল্যান পরিদর্শিকা কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।

ক্ষুব্ধ কর্মচারিরা বলেন, ‘শামীম আরার অনিয়ম, স্বেচ্ছাচারিতার কারণ জানতে চাইলে এবং তাকে অফিসের দায়িত্বে আন্তরিক হবার অনুরোধ জানালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাসান তারেককে তিনি(শামীম আরা) বিভিন্নভাবে হেস্থা করতে শুরু করেছেন। তার স্বামী মিজানুর রহমানও মোবাইল ফেনে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছেন পরিপরিকল্পনা বিভাগে কর্মরত সদস্যরা।

অনতিবিলম্বে শামীম আরার বিরুদ্ধে আনীত অফিযোগের তদন্ত ও তার বিচার করা না হলে শীঘ্রই কর্মবিরতিতে যাবারও ঘোষণা দিয়েছেন এসব কর্মকর্তারা। সমাবেশে বক্তৃতা করেন, উপজেলা পরিবার কল্যান সহকারি সভানেত্রী নাজমা খানম, এমদাদুল হক তপু ও এফপিআই জুয়েল আজাদ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com