এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জে পুটিখালী ইউনিয়ন তাতীদলের সাধারণ সম্পাদক সজীব শেখের ওপর হামলার প্রতিবাদে নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় নেতাকর্মীরা। পুটিখালীতে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে একটি মহল দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা এ ঘটনায় জেলা নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করে এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবী জানান।
শনিবার সকাল ১০ টায় পুটিখালি ইউনিয়নের মঙ্গলেরহাট বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এক জনাকীর্ন সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করে বলেন, শুক্রবার সকালে সোনাখালী বাজারে ইউনিয়ন তাতীদলের সাধারণ সম্পাদক সজিব শেখকে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে মারপিট করে গুরুতর আহত করে একটি খেলনা পিস্তল দিয়ে তাকে ফাসানোর চেষ্টা করে। পরে পুলিশের নিকট তাকে সোপর্দ করে এবং তার নিকট অস্ত্র পাওয়া গেছে বলে মিথ্যা অপপ্রচার চালায় স্থানীয় একটি মহল। সজিব শেখের সাথে স্থানীয় এক ছেলের সাথে পাওনা টাকা নিয়ে বাক বিতন্ডা হওয়ায় বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ওই গ্রæপটি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা চালাচ্ছে। নিজ দলের মধ্যে কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রæপিং সৃষ্টি করে বিশৃঙ্খলার পায়তারাও করছে তারা। সংবাদ সম্মেলনে থেকে তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পরে দলীয় নেতাকর্মীরা বাজারে একটি বিক্ষোভ মিছিল করেন।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী আলি আজিম বাবুল, এসময়ে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মজিদ ফরাজি, যুবদলের সাবেক সভাপতি নুরুল আলম সোহাগ, তাতীদলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম গাজীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এবিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিব হাসান বলেন, সোনাখালী থেকে সজীব শেখ নামের এক যুবককে একটি প্লাস্টিকের খেলনা পিস্তলসহ আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করে। সে পূর্বের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় সেই মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় পর্যায়ে দলাদলী থাকায় একে অপরকে কাচা ছোড়াছুড়ি করছে।