• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২

মোরেলগঞ্জে জামায়াতের শোকরানা মিছিল

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪

মোরেলগঞ্জ প্রতিনিধি: বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের আনন্দে বাগেরহাটের মোরেলগঞ্জে শোকরানা মিছিল করেছে জামায়াতে ইসলামী। বুধবার বেলা ১১ টার দিকে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাপুড়িয়াপট্টিতে পথসভা করে সংগঠনিটি। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মিরপুরে গুলিতে নিহত ১০ম শ্রেণির ছাত্র  মোরেলগঞ্জের মাহফুজুর রহমানের পিতা আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান ও পৌর জামায়াতের আমীর মো. রফিকুল ইসলাম।

এ ছাড়াও জামায়াত নেতা মো. হাবিবুল্লাহ তালুকদার, উপজেলা শিবির সভাপতি মো. সেরাজুল ইসলাম, জেলা শাখার সভাপতি নাজমুল হাসান ও ছাত্র শিবিরের সাবেক নেতা শফিউল আজম বক্তৃতা করেন।

পথসভা থেকে ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে আগামি শুক্রবার সকল মসজিদে দোয়া, সকল মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিত করা ও ১৪ আগষ্ট দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুবার্ষিকী পালনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com