এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান জমির দখল নেওয়াকে কেন্দ্র করে মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার সকাল ৬ টার দিকে সন্নাসী গ্রামের ইব্রাহিম হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় ইব্রাহিমের শ্যালক মেহেরাজ হাওলাদার (১৯) গুরুত্বর আহত হয়েছেন। তাদেরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ পরস্পরকে দোষারোপ করে হামলার অভিযোগ তুলেছেন। মো. ইব্রাহিম হোসাইন হাওলাদার বাদি হয়ে মো. ফারুক মল্লিকের স্ত্রী মোসা: ফাতেমা বেগম, মো. জাহাঙ্গীর মল্লিকসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ্য করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে ব্যবসায়ী মো. ইব্রাহিম হোসাইন হাওলাদার বলেন, বসতবাড়ির সম্পত্তিতে ঘটনার দিন শনিবার সকালে একই গ্রামের প্রতিপক্ষ সৌদি প্রবাসী ফারুক মল্লিকের স্ত্রীর ভাড়াটিয়া পার্শ্ববতী শরণখোলা থেকে ১০/১২ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসী দল তার বসতবাড়িতে প্রবেশ করে জমি দখলের চেষ্টা করে এ সময় হামলাকারীরা ওই টিনের ঘেরা-বেড়া কেটে ভাংচুর করে এতে অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের প্রতি ন্যায় বিচার দাবি করছি।
এ বিষয়ে নিকটস্থ পুলিশ ফাঁড়ির আইসি জয়ন্ত কুমার ঘোষ বলেন, সন্ন্যাসীতে বিরোধপূর্ন জমিতে হামলার বিষয়ে ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।