• মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৭

মোরেলগঞ্জে জমির বিবাদে হামলায় আহত ১  

প্রতিনিধি: / ১২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :  বাগেরহাটের মোরেলগঞ্জে বিবাদমান জমির দখল নেওয়াকে কেন্দ্র করে মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার সকাল ৬ টার দিকে সন্নাসী গ্রামের ইব্রাহিম হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। হামলায় ইব্রাহিমের শ্যালক মেহেরাজ হাওলাদার (১৯) গুরুত্বর আহত হয়েছেন। তাদেরকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ পরস্পরকে দোষারোপ করে হামলার অভিযোগ তুলেছেন। মো. ইব্রাহিম হোসাইন হাওলাদার বাদি হয়ে মো. ফারুক মল্লিকের স্ত্রী মোসা: ফাতেমা বেগম, মো. জাহাঙ্গীর মল্লিকসহ একাধিক ব্যক্তির নাম উল্লেখ্য করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
   এ বিষয়ে ব্যবসায়ী মো. ইব্রাহিম হোসাইন হাওলাদার বলেন, বসতবাড়ির সম্পত্তিতে ঘটনার দিন শনিবার সকালে একই গ্রামের প্রতিপক্ষ সৌদি প্রবাসী ফারুক মল্লিকের স্ত্রীর ভাড়াটিয়া পার্শ্ববতী শরণখোলা থেকে ১০/১২ জনের একটি ভাড়াটিয়া সন্ত্রাসী দল তার বসতবাড়িতে প্রবেশ করে জমি দখলের চেষ্টা করে এ সময় হামলাকারীরা ওই টিনের ঘেরা-বেড়া কেটে ভাংচুর করে এতে অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের প্রতি ন্যায় বিচার দাবি করছি।
এ বিষয়ে নিকটস্থ পুলিশ ফাঁড়ির আইসি জয়ন্ত কুমার ঘোষ বলেন, সন্ন্যাসীতে বিরোধপূর্ন জমিতে হামলার বিষয়ে ৯৯৯ এর মাধ্যমে জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com