• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:১২

মোরেলগঞ্জে চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিনিধি: / ৪৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটর মোরেলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন তৃতীয় ধাপে আগামি ২৯ মে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার সম্ভাব্য প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এখানে মনোনয়ন পত্র জমার শেষ দিন বৃহস্পতিবার চেয়ারম্যান পদে জমা দিয়েছেন দুজন। এরা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক যুবলীগের আহবায়ক বর্তমান ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।

ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন উপজেলা যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান আজমীন নাহার ও উপজেলা স্কাউটস্ কমিশনার অবসরপ্রাপ্ত শিক্ষক হোসনেয়ারা হাসি।

এ বিষয়ে উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা গণেশ চন্দ্র বিশ্বাস বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এখানে শান্তিপূূর্ণ পরিবেশে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com