মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ৪০ বছর ধরে অবৈধভাবে এক কৃষকের জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামের কৃষক মো. হালিম হাওলাদার এমন অভিযোগ
তুলেছেন খাউলিয়া ইউনিয়নের মানিকজোর গ্রামের আকাব্বার আলী হাওলাদারের ছেলে হাফেজ
মো. আব্দুল হক হাওলাদারসহ স্থানীয় ৭ জনের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, আব্দুল হক ও তার সহযোগীরা পেশি শক্তির বলে ৪০ বছর পূর্বে
অবৈধভাবে হালিম হাওলাদারের পৈত্রিক সূত্রে পাওয়া ১২০ নং কুমারিয়াজোলা মৌজার এসএ ৭৬
নং খতিয়ানের এসএ ৮৯৬ নং দাগের .৯৪ শতক জমি দখল করে রেখেছে। এসএ ও বর্তমান বিআরএস
জরিপ মতে ওই জমির মালিক হালিম হাওলাদারের পিতা আসমত আলী হাওলাদার।
স্থানীয় এমপির নির্দেশে বিষয়টি নিয়ে ইতোমধ্যে কয়েকবার শালিস বৈঠক হয়েছে। বৈঠকে
হক হাওলাদার কোন কাজগপত্র দেখাতে পারেননি বলে স্থানীয় শালিস ইসাহাক আলী হাওলাদার ও আব্দুল
মালেক তালুকদার লিখিতভাবে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে হক হাওলাদার বলেন, বিবাদমান জমি তার (হক হাওলাদারের) পূর্বপূরুষ
ভোগ দখল করেছেন তাই তারাও ভোগ দখলে আছেন।
https://www.kaabait.com