এ সময় বক্তৃতা করেন নিহতের ছেলে মেহেদী হাসান, মেয়ে আসমা বেগম, ভাই হারুন জোমাদ্দার, নিশানবাড়িয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আয়নাল হোসেন, আব্দুল হফ্ফার খান ও মো. আলামিন জোমাদ্দার। বক্তারা কৃষক হাকিম জোমাদ্দার হত্যা মামলার প্রধান আসামি শহিদুল হাওলাদারসহ অপর আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান।
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল বেলা ৮ টার দিকে গুয়াতলা গ্রামের আইউব আলী জোমাদ্দারের ছেলে কৃষক হাকিম জোমাদ্দারকে(৬২) জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে পিটিয়ে কুপিয়ে হত্যা করে তার প্রতিবেশি শত্রু পক্ষের লোকেরা। এ ঘটনায় শহিদুল ইসলাম হাওলাদারসহ ২৪ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই হারুন জোমাদ্দার।
https://www.kaabait.com