মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে এক কৃষকের ৭০ বছরের ভোগ দখলীয় জমি জোরপূর্বক প্রতিবেশী প্রভাবশালীরা দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কৃষকের মেয়ে মাকসুদা মাকামী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ জানা গেছে, উপজেলার খাউলিয়া ইউনিয়নের পূর্ব চিপাবরাইখালী গ্রামের বৃদ্ধ কৃষক আ. মজিদ হাওলাদার পৈত্রিক সূত্রে ৫৪ সাল থেকে ১ একর ৭৪ শতক জমি তারা ভোগ দখল করে আসছেন। ঘটনার দিন গত শুক্রবার দুপুরে একই প্রভাবশালী প্রতিবেশীরা ভাড়াটিয়া লোকজন দিয়ে ওই জমির ঘেরাবেড়া কেটে প্রায় .২০ শতক জমি জোর পূর্বক দখল করে নেয়। এ ঘটনায় কৃষক মজিদ হাওলাদারের মেয়ে মাকসুদা মাকামী বাদি হয়ে প্রতিবেশি কেএম ফিরোজ জামানসহ ১৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ সম্পর্কে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, পূর্ব চিপাবারইখালী গ্রামে জমি নিয়ে দু’পক্ষের বিরোধ থাকায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://www.kaabait.com