• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:২২

মোরেলগঞ্জে একটি দাখিল মাদরাসা থেকে কেউ পাশ করেনি

প্রতিনিধি: / ৬৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৩ মে, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট:  বাগেরহাটের মোরেলগঞ্জে একটি দাখিল মাদরাসার কোন পরীক্ষার্থী পাশ করেনি। মাদরাসাটি হচ্ছে সূর্যমুখি হালদারবাড়ি বালিকা দাখিল মাদরাসা। এ বছর মাদরাসাটি থেকে ৮ জন দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করেছিলেন। রবিবার (১২ মে) প্রকাশিত ফলাফলে দেখা গেছে সকলেই অকৃতকার্য হয়েছেন। মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদরাসার ভারপ্রাপ্ত সুপার  মো. মর্তুজা বিল্লাহ বলেন, গনিতের শিক্ষক না থাকায় ফলাফল খারাপ হয়েছে। মাদরাসাটিতে মোট শিক্ষক রয়েছন ১২ জন। এবতেদায়ি শাখা থেকে দশম শ্রেণি পর্যন্ত নিয়মিত শিক্ষার্থীর সংখ্যা ২০ থেকে ২৫ জন মাত্র। এ ছাড়া গোটা উপজেলায় দাখিলে এ বছর পরীক্ষার্থী ছিলেন আরও ১৭২৫ জন। এর মধ্যে অকৃতকার্য হয়েছেন ৮৪৪ জন। পাশের হার ৫১%।

অপরদিকে এসএসসি পরীক্ষায় মোট অংশ গ্রহন করেছেন ২৭৯২ জন। অকৃতকার্য হয়েছেন ২৯১ জন। পাশের হার ৮৯%। এসএসসি ভোকেশনালে অংশ নিয়েছিলেন ২২৫ জন। ফেল করেছেন ৪১ জন। পাশের হার ৮১%। গোটা উপজেলায় জিপিএ-৫ পেয়েছেন এসএসসিতে ১৮১ জন। এসএসসি ভোকেশনালে ২ জন ও দাখিলে ৭ জন রয়েছে।

মোরেলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম সাইফুল আলম জানান, সব মিলিয়ে মোরেলগঞ্জ উপজেলায় এসএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ১১৮৬ জন। জিপিএ ৫ পেয়েছেন ১৯০ জন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com