• শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৪:১৯

মোরেলগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোজামের গণসংযোগ

প্রতিনিধি: / ৬৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ মে, ২০২৪

এম. পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক :  
বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দিন যত ঘনিয়ে আসছে, ভোটারদের কাছে প্রার্থীদের পদচারনা ততই বেড়ে যাচ্ছে। এবারে এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থী। নবীন প্রবীনের হাড্ডা-হড্ডি লড়াই। প্রার্থীরা ছুটছেন উপজেলা শহর থেকে গ্রামগঞ্জে।
রোববার দুপুরে চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক বর্তমান ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম তার দোয়াত কলম প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করছেন। বহরবুনিয়া ইউনিয়নের বহরবুনিয়া বাজার, এসবি বাজার, ঘষিয়াখালী বাজার, ফুলহাতা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় পৃথক পৃথক পথসভা, লিফলেট বিতরণ ও কুশাল বিনিময় করেন ভোটারদের সাথে।

এ সময় চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক মোজাম বলেন, গুজব ছড়িয়ে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করা যাবে না, দলীয় সভানেত্রী প্রাধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী নির্বাচন উৎসব মুখর করার জন্য স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন প্রার্থীরা। সাধারণ ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। সে ক্ষেত্রে নির্বিগ্নে ভোট দিতে কেহ বাধা দিয়ে  সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করবে প্রশাসন। জনগন যার, ভোট তার। এলাকার উন্নয়নের স্বার্থে ২৯ মে নির্বাচনে জনগনের মনোনিত প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবেন তারা। এ সময় প্রার্থী মোজাম্মেল হক মোজাম ভোটারদের কাছে তার দোয়াত কলম প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এদিকে এবারে এ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান আনারস প্রতীক ও উপজেলা যুবলীগের আহবায়ক, বর্তমান ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম তার দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দুইজন প্রার্থীই শক্ত অবস্থানে, নবীন-প্রবীনের হাড্ডা-হাড্ডি লড়াই চলছে। ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার চশমা প্রতীক, সাবেক ভাইস চেয়ারম্যান এনামূল হক রিপন তালা ও এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান খাহিমা খানম ফুটবল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার কলস ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেআরা হাসি হাস প্রতীক নিয়ে প্রচার-প্রচারনা চলিয়ে যাচ্ছেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com