নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জের হোগলাপাশা ইউনিয়নের কিসমত বৌলপুর গ্রামের বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহোর আলী খানের রোপনকৃত ৩ খন্ড জমির কাঁচা ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় জহোর আলী খান বাদি হয়ে মোরেলগঞ্জ থানায় মো. জান্নাতুল শেখ, সিদ্দিক আলী খান সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। নিকটস্ত ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জহোর আলী খান বলেন, ২৫ এপ্রিল সকাল ১০ টায় পূর্ব শত্রæতার জের ধরে কাচি, লোহার শাবল নিয়ে ৯/১০ জনের একটি সংঘবদ্ধ দল জমিতে প্রবেশ করে জোরপূর্বক কাঁচা ধান কেটে নিয়ে অকথ্য অশ্লীল ভাষায় খুন জখমের হুমকি দেয়।
জহোর আলী খানের ছেলে আল আমিন খান বলেন, কয়েক মাস পূর্বে আমার পিতাকে হাত পা ভেঙ্গে দিয়েছে যে সন্ত্রাসীরা তারাই আজ আমাদের জমির ধান কেটে নিয়েছে। আমি পিতাসহ পালিয়ে বেড়াচ্ছি। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।