বাগেরহাট প্রতিনিধি: সারাদেশে জামায়েত বিএনপির নৈরাজ্য প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে ৯নং বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেল ৪টায় বলইবুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে মোরেলগঞ্জ শরণখোলা আঞ্চলিক মহাসড়ক কালিকাবাড়ি বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। পরবর্তীতে কালিকাবাড়ি বাজারে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বলইবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার খ.ম লুৎফর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক বলইবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যার আলহাজ্ব মো. শাহজাহান আলী খান।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউনিয়ন আওযামী লীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান শেখ, ইউনিয়ন যুবলীগের সভাপতি ১নং ওয়ার্ড ইউপি সদস্য (প্যানেল চ্যানেল) চেয়ারম্যান কেএম জাহাঙ্গীর হোসেন, ৩ নং ইউপি সদস্য মো. সাইদুর রহমান নান্না।
এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি মো. শাহজাহান আলী খান বলেন, বলইবুনিয়া ইউনিয়ন এমপির ইউনিয়ন এ ইউনিয়নে কোন ঘটনা ঘটালে দাতভাঙ্গা জবাব দিবো। সব ইউনিয়নের চেয়ে এ ইউনিয়নটি ব্যতিক্রম। ইউনিয়ন হবে মডেল। আর আপনারা কোনো গুজবে কান না দেওয়ার আহবান জানান।
https://www.kaabait.com