মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে অস্বচ্ছল পরিবারের মাঝে চেক ও সুফলভোগী মৎস্যজীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন সংসদ সদস্য এইচএম বদিউজ্জামান সোহাগ।
রবিবার সকালে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল ২৩ অস্বচ্ছ পরিবারের মাঝে ১ লক্ষ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। একই সময়ে ২০২৩-২০২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১৬ জন সুফলভোগী মৎস্যজীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান। বিশেষ অতিথি ছিলেন ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান রাসেল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার প্রমুখ।
https://www.kaabait.com