• শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০১:১৫

মোরেলগঞ্জে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের  সভাপতি হাসিব খান  

প্রতিনিধি: / ১৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

এম.পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহ্যবাহী অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন খান হাসিবুর রহমান। এদিকে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
তারা হলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. আব্দুল মালেক হাওলাদার, সহকারি শিক্ষক আব্দুস ছামাদ গাজী, অধির রঞ্জন বিশ্বাস, মো. শাহজাহান আলী খান, বিদ্যুৎ কুমার হাওলাদার, মো. কামরুজ্জামান নাসির, হরিচাঁদ কুন্ডু, ইকবাল হোসেন, আয়ুব আলী, যুবলীগ নেতা মো. কবির হোসেন, ফরিদুল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, দীর্ঘদিন নানা জটিলতার কারনে গত দুই বছরে এ বিদ্যালয়টিতে ম্যানেজিং কমিটি গঠন করা সম্ভব হয়নি। স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগের সহযোগীতায় ১ জুলাই ২০২৪  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর অনুমোদনে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির সভাপতি নির্বাচিত হন উপজেলা যুবলীগ নেতা খান হাসিবুর রহমান।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com