মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ অগ্রনী ব্যাংকের পিএলসি পোলেরহাট শাখার স্থানান্তরিত নতুন ভবনের ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ এপ্রিল) বেলা ১২ টার দিকে পোলেরহাট বাজারের যুবরাজ মার্কেটের দ্বিতীয় তলায় এ ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন অগ্রনী ব্যাংক পিএলসি খুলনা সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ নুরুল হুদা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোলেরহাট বাজার শাখার ব্যবস্থাপক ফকির নাজমুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা সার্কেলের উপ-মহাব্যবস্থাপক মো. হেদায়েত হোসেন, বাগেরহাট শাখার মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান বিপুল মন্ডল ও ভবন মালিক মো. হুমায়ুন কবির এসময় উপস্থিত ছিলেন।
https://www.kaabait.com