• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪

মোটা’ বলে কটাক্ষের মুখে তামান্না ভাটিয়া

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪

বিনোদন: আসছে ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে অভিনেত্রী তামান্না ভাটিয়ার ‘ভেদা’। সিনেমাটি মুক্তি উপলক্ষে বর্তমানে প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। যদিও অনেকে মনে করছেন একইদিনে ‘স্ত্রী টু’ মুক্তি পাওয়ায় ব্যবসায়িক শঙ্কা থাকবে। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই বলেই মনে করছেন তামান্না। তবে অবাক করার বিষয় হলো শুধু নিজের ‘ভেদা’ নিয়েই নয়, তার প্রতিদ্ব›দ্বী ‘স্ত্রী টু’ সিনেমাতেও থাকছে তামান্না ঝলক। এমনকি সেই ঝলক প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো রাজত্ব করছেন তিনি। স¤প্রতি প্রকাশ করা হয়েছে ‘স্ত্রী ২’ সিনেমার ‘আজ কি রাত’ গানটি। এতে তমান্না ভাটিয়ার নাচ এখন চর্চা কেন্দ্রে রয়েছে। সবুজ পোশাকে তামান্নার নাচে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা। তবে নেটাগরিকের একাংশ এই নাচের জন্য তামান্নাকে ট্রোলও করছেন। তাকে ‘মোটা’ বলে কটাক্ষ করছেন নেটিজেনদের একাংশ। তবে এই প্রথম নয়। এর আগেও চেহারা নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন দক্ষিণী এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে গণমাধ্যমে ক্ষোভ কেড়েছেন তামান্না। তিনি বলেন, ‘এবারই প্রথম না। এর আগে আমি খুব কড়া ওষুধ খাচ্ছিলাম। তখনও কিছু মানুষ আমায় দেখে বলতো, ছবিতে তোমায় দেখতে খুব মোটা লাগছে। সত্যিই আমার তাদের কিছু বলার নেই। জানি না এই মানুষগুলোর সমস্যা কোথায়!’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com