জেলা প্রতিনিধি, বাগেরহাট: করোনা পরবর্তী এই প্রথম বারের মতো মোংলা বন্দর জেটিতে এক মাসে সর্বোচ্চ ৮ কন্টেইনারবাহি বানিজ্যিক ভিড়েছে।
সোমবার(২৯ এপ্রিল) দুপুরে এমভি মার্কস হাই পং নামক কন্টেইনারবাহি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভেড়ার মধ্য দিয়ে চলতি এপ্রিল মাসে সর্বোচ্চ ৮ টি জাহাজ ভিড়ে মোংলা বন্দরে।
সোমবার আসা জাহাজে ১৮৭৫ টি মেশিনারিজ, ইলেকট্রিক ও গামেন্টস পন্য আমদানী করা হয়।
মোংলা বন্দর কতৃপক্ষের উপপরিচালক মো: মাকরুজ্জামান মুন্সি এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা পরবর্তী মোংলা বন্দরে কন্টেইনারবাহী জাহাজ আগমন কমে গিয়েছিলো। পদ্মা ব্রীজ চালু ও বন্দরে আধুনিক কন্টেইনার হ্যান্ডলিং চালু করা এবং ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাওয়ায় সকল ধরনের জাহাজ আগমন বৃদ্ধি পেয়েছে মোংলা সমুদ্র বন্দরে। এর ধারাবাহিকতায় চলতি মাসে কন্টেইনারবাহি ৮ টি জাহাজ ভিড়েছে বন্দরে।