• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:১৫
সর্বশেষ :
আইসিসির টেস্ট টিম অব দ্য ইয়ার ২০২৪ ঘোষণা, নেই বাংলাদেশ, পাকিস্তানের কেউই জিম্বাবুয়ের টেস্ট স্কয়াডে দুই নতুন মুখ, নেই সিকান্দার রাজা সিটির দুঃসময়ে এসি মিলানে যোগ দিলেন কাইল ওয়াকার ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি টিম অব দ্য ইয়ার ঘোষণা, নেই বাংলাদেশের কেউ বিশ্বকাপ বাছাই পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি ম্যাডিসন কিস বাহিরদিয়া গারে হেরা নূরানী ও হাফেজীয়া মাদ্রাসার সদস্য সম্মেলন ও নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন  জার্মান নাগরিকের সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে বিশ্ব রেকর্ড হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো বায়ুদূষণে বন্ধ হয়ে গেল ব্যাংককের ৩৫২ স্কুল

মোংলায় রুপালি ব্যাংক ভবনে আগুন, এক ঘন্টার চেষ্টার নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সাভিস ও স্থানীয়রা

প্রতিনিধি: / ৬৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:  বাগেরহাটের মোংলায় রুপালী ব্যাংকের ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।  রবিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩  টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। মোংলা পৌর শহরের নিউ মেইন রোড়ে ফেন্সি কমপ্লেক্স নামক ৩তলা ভবনটির দ্বিতীয় তলায় রয়েছে রুপালী ব্যাংক মোংলা শাখা। আগুর লাগার ঘটনা ঘটে ভবনের তৃতীয় তলায়। সেখানে ভবন মালিকের কাপড়ের গোডাউন ও টেইলাস এর কারখানা রয়েছে। অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম।
আগুন লাগার কিছু সময় পরে ফায়ার সাভিস এর একটি ইউডিনট এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে সাড়ে ৪ টার পরও ভবনের তৃতীয়তলা থেকে ধোয়া বের হচ্ছিল।
 তবে আগুন লাগার ঘটনায় ব্যাংকের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবী করেছেন রুপালি ব্যাংক মংলা শাখা ব্যবস্থাপক দেবাশীষ কুমার স্থানীয় প্রশাসন ।
 মোংলা থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম জানান, দুপুরে সাড়ে তিনটার  সময় আগুন লাগার ঘটনাঘটে। তবে এতে ব্যাংকের কোন ক্ষয়ক্ষতি হয়নি। কেবল মাত্র ভবনের তৃতীয় তলায় টেইলাস ও কাপড়ের গোডাউনের গুদামে আগুন ধরে। তিনি দাবী করেন, যেহেতু ভবনের তৃতীয়তলার টিনের নিচে দেওয়া সিলিংএ কেবল আগুর জ্বলতে দেখেছেন। তাতে মনে হচ্ছে বিদ্যুৎ এর সট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
রুপালি ব্যাংকের অফিসার দেবাশিষ কুমার জানান, আগুনের ঘটনায় ব্যংকের কোন ক্ষতি হয়নি। তবে দ্রুত নিয়ন্ত্রনে না আসলে ব্যাংকের ক্ষতি হতো।
মোংলা পোট পৌর সভার কাউন্সিলর শরিফুল ইসলাম জানান, দুপুরে ভবন মালিক তাকে ফোন দিলে তিনি ফায়ার সাভিসকে খবর দেন। এবং তিনিসহ স্থানীয় প্রশাসনের সবাই এক সাথে সেখানে হাজির হয়ে আগুন নেভানোর কাজে শুরু করেন।
 তবে আগুন লাগার কারণ ও ক্ষয় ক্ষতির পরিমান নিউজ লেখা পর্যন্ত জানাতে পারেনি ফায়ার সাভির্স।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com