স্পোর্টস: বর্তমান এলএমএস চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর বিপক্ষে লিগ কাপের নক আউট পর্বের ম্যাচেও খেলছেন না ইন্টার মিয়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কোচ জেরার্ডো মার্টিনো এই তথ্য নিশ্চিত করেছেন। গত মাসে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে ডান গোঁড়ালিতে আঘাত পেয়েছিলেন মেসি। তার থেকে আর সুস্থ হয়ে উঠতে পারেননি। এখনো পর্যন্ত মিয়ামি সতীর্থদের সাথে অনুশীলনও শুরু করতে পারেননি। এমএলএস ও এমএক্স মেক্সিকান ক্লাবের শীর্ষ দলগুলো নিয়ে লিগ কাপ অনুষ্ঠিত হয়ে থাকে। গত বছর প্রথমবারের মত আয়োজিত টুর্নামেন্টের শিরোপা জয়ে মিয়ামির হয়ে গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছিলেন মেসি।
https://www.kaabait.com