• শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৫
সর্বশেষ :
বাগেরহাটে দুইদিন ব্যাপী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী বাগেরহাটে পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলার প্রতিবাদে ছাত্র সমাজের বিক্ষোভ বার্ড ফ্লুর প্রকোপে ডিম বিক্রি সীমিত যুক্তরাষ্ট্রে, বেড়ে গেছে চুরি কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের গোলাগুলি জনপ্রিয় শপিং মলে বিস্ফোরণে তাইওয়ানে নিহত কমপক্ষে ৫ ইসরাইলের গাজায় ‘জাহান্নামের সব দরজা’ খুলে দেয়ার হুমকি ট্রাম্প সৌদি আরবে পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্পকে এক কোটি ডলার ক্ষতিপূরণ মাস্কের ক্যালিফোর্নিয়া কিনে নিতে ডেনমার্কের পক্ষে অনলাইনে আবেদন! মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা,আফগানিস্তানে হতাহত ৪

মেসি প্যারিস অলিম্পিকে নেই

প্রতিনিধি: / ৮৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

স্পোর্টস: আর্জেন্টিনার হয়ে যেন সব পাওয়ার সময় চলছে লিওনেল মেসির। এমন সুসময়ে ফুটবলের মহানায়ক কি আরেকবার তার জাদুকরী ফুটবলে মাতাবেন অলিম্পিক? অনেকেই আশায় ছিলেন, হাভিয়ের মাসচেরানোর দলে থাকবেন মেসি। তবে তিনি নিজেই জানিয়ে দিলেন, খেলবেন না প্যারিস অলিম্পিকে। প্রতিটি টুর্নামেন্টে খেলার মতো বয়সী এখন আর তিনি নন। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে নামার জন্য প্রস্তুত হচ্ছেন মেসি। লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা চলবে ২০ জুন থেকে ১৪ জুলাই। অলিম্পিকে মেসির খেলার সম্ভাবনা নিয়ে চর্চা বাড়ে মাসচেরানোর কথার সূত্র ধরে।আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ বলেন, ২০০৮ বেইজিং অলিম্পিকের সোনাজয়ী মেসির জন্য প্যারিস অলিম্পিকের দুয়ার খোলা। ইএসপিএনকে আর্জেন্টিনা অধিনায়ক জানান, এই পর্যায়ে ওই আমন্ত্রণ গ্রহণ করা তার পক্ষে সম্ভব না। “মাসচেরানোর সঙ্গে কথা বলেছি এবং সত্িয হচ্ছে আমরা দুইজনই পরিস্থিতি বুঝতে পেরেছি। এটা কঠিন (এই মুহূর্তে অলিম্পিক নিয়ে ভাবা), কারণ আমরা এখন কোপা আমেরিকা নিয়ে ভাবছি। এটা হলে দুই বা তিন মাস ক্লাব থেকে বিচ্ছিন্ন থাকব। আর সবার উপরে আমার বয়স এমন না যে, সব কিছুতে থাকতে পারব।” “আমাকে সতর্কতার সঙ্গে বেছে নিতে হবে। টানা দুটি টুর্নামেন্টে খেলা খুব কঠিন হবে। অলিম্পিকে খেলতে পারা আর (মাসচেরানোর সঙ্গে) জেতা আমার জন্য সৌভাগ্েযর হবে। ফুটবলের দিক থেকে এটা অসাধারণ অভিজ্ঞতা হবে। অলিম্পিকস, অনূর্ধ্ব-২০, এই স্মৃতিগুলো আমি কখনও ভুলব না।” অলিম্পিকে পুরুষ ফুটবল হবে জুলাই ও অগাস্টে। দলগুলো বেশি বয়সের সর্বোচ্চ তিনজন করে খেলোয়াড় নিতে পারবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com