• শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৮:২২
সর্বশেষ :
ফকিরহাট মদিনাতুল উলুম কওমি মহিলা মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন মৎস্য গবেষনা ইনষ্ট্রিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র ক্লাস্টার পদ্ধতিতে চিংড়ি চাষ করলে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানী বাড়ানো সম্ভব আফগান নারীদের পরস্পরের সঙ্গে কথা বলা নিষেধ? অভিবাসী ছাড়া যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কেমন হবে? যুদ্ধের মাঠে সৈনিকের প্রেমে স্বাস্থ্যকর্মী, একসঙ্গেই প্রাণ হারালেন তারা ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, ১৩০টি বাড়ি ধ্বংস উত্তপ্ত মণিপুর, তিন সন্তানের মাকে জীবন্ত পুড়িয়ে হত্যা! ভারতে বাড়ল পেঁয়াজের দাম পাকিস্তানের কোয়েটা রেলস্টেশনে বোমা বিস্ফোরণে নিহত ২৪ গাজায় নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু : জাতিসংঘ

মেসি নিজের ৪৬তম শিরোপা জিতলেন

প্রতিনিধি: / ২৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

ফুটবলের মহাতারকা লিওনেল মেসির মুকুটে যোগ হলো আরেকটি পালক। লোয়ার ডটকম ফিল্ডে মেজর লিগ সকারের (এমএলএস) বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুকে ৩-২ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘সাপোর্টারস শিল্ড’ জিতলো ইন্টার মিয়ামি। এটি মেসির ফুটবল ক্যারিয়ারের ৪৬তম শিরোপা। মিয়ামির এই শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন মেসি, করেছেন জোড়া গোল। অন্য গোলটি লুইস সুয়ারেজের। ৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট পেয়ে ‘সাপোর্টারস শিল্ড’ ট্রফি জিতেছে মিয়ামি। ২০২০ সালে এমএলএসে পা রাখার পর এই টুর্নামেন্টে এটিই তাদের প্রথম ট্রফি। ৫ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করেন মেসি। যার প্রথমটি এসেছে ম্যাচের ৪৫ মিনিটে। জর্দি আলবার উঁচু করে বাড়ানো বল পেয়ে প্রতিপক্ষ দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন মেসি। পরের গোলটি প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। এবার ফ্রি কিকে চোখ ধাঁধানো এক গোল আর্জেন্টাইন খুদেরাজের। ২-০ গোলে পিছিয়ে পড়া কলম্বাস দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ২০ সেকেন্ড পরই একটি গোল শোধ করে। তবে ৪৮ মিনিটে গোল করে দলকে আবারও এগিয়ে দেন সুয়ারেজ। ৬১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচ জমিয়ে তুলেছিল কলম্বাস। তবে ৬৩ মিনিটে তাদের ডিফেন্ডার রুডি কামাচো লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লে বিপদে পড়ে দলটি। দশজনের দল নিয়ে এরপর আর মিয়ামির সঙ্গে পেরে উঠেনি কলম্বাস। ৩-২ গোলে জিতেই শিরোপা উৎসবে মাতে মেসির দল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com