লিওনেল মেসি দেখিয়েছিলেন ট্রফি রেখেও ঘুমানোর ইচ্ছে হতে পারে। দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে কাতারে ২০২২ সালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে স্বপ্নের বিশ্বকাপ জিতেছিলেন লিওনেল মেসি। সেই রাতে বিশ্বকাপের ট্রফি কোলে নিয়েই ঘুমান মেসি। ট্রফি নিয়ে ঘুমন্ত মেসির সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর অনেকেই তাকে অনুকরণ করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্তর এ ছবিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। বুধবার সকালে ফেসবুকে একটি ছবি দিয়ে শান্ত লিখেছেন, শুভ সকাল। আর ছবিটিতে দেখা যায়, হোটেল রুমে ঘুমোচ্ছেন শান্ত, আর দুহাতে জড়িয়ে রেখেছেন পাকিস্তান সিরিজ জয়ের ট্রফি। তাঁর এই ছবির মন্তব্যের ঘরে অভিনন্দন জানিয়েছেন ভক্ত-সমর্থকরা। একজন ভক্ত লিখেছেন, ‘ট্রফি বুকে জড়িয়ে ঘুম কেমন হলো ক্যাপ্টেন? এমন আরও প্রচুর ছবি দেখতে চাই।’ অন্য একজন লিখেছেন, ‘সবাই শুধু মেসিকে ফলো করলে হবে?’ ট্রফি জিতে তাই ঘুমন্ত মেসির সেই ছবি অনুকরণ করে সূর্যকুমারও ছবি তোলেন। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় ভারত। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ডেভিড মিলারের দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ভারতকে মোমেন্টাম এনে দেন সূর্যকুমার যাদব। ইনস্টাগ্রামে তার অফিসিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে দেখা যায় হোটেলের বিছানায় ট্রফি সঙ্গে নিয়ে ঘুমিয়ে আছেন সূর্য। তবে তার সঙ্গে ছিলেন স্ত্রীও। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ। দেশের বাইরে বাংলাদেশের মাত্র দ্বিতীয় সিরিজ জয় এটি। তবে পূর্ণ শক্তির কোনো দলের বিপক্ষে এটিই প্রথম। পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে জয়হীন থাকার ইতিহাসের ইতি টেনেছে বাংলাদেশ। ১৩টেস্ট খেলে কোনো ম্যাচ জিততে না পারার রেকর্ড নিয়েই বাবর আজমদের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নেমেছিল টাইগাররা। স্বাগতিকদের বিপক্ষে দুইটি ম্যাচই জিতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন লিটন-মিরাজরা। ২৪ বছরের টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ই শুধু নয়, তাদের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয় এবং হোয়াইটওয়াশ করার রেকর্ডও গড়েছে বাংলাদেশ। এবারের জয় তাই অনেক বেশি স্পেশাল, আরও বেশি স্মরণীয়। নিজেদের সুদীর্ঘ টেস্ট ইতিহাসে আগে কেবল একবারই দেশের মাঠে হোয়াইটওয়াশড হয়েছিল পাকিস্তান। ২০২২ সালে তারা তিন ম্যাচের সিরিজের সবকটি হেরেছিল ইংল্যান্ডের কাছে।
https://www.kaabait.com