স্পোর্টস: দারুণ ব্যাটিংয়ে পঞ্চাশছোঁয়া ইনিংস খেললেন পারভেজ হোসেন। বাকিদের ছোট ছোট অবদানে ভালো পুঁজি পেল বাংলাদেশ এইচপি দল। পরে দুর্দান্ত বোলিংয়ে বড় জয় এনে দিলেন রিপন, রকিবুল ইসলামরা। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মেলবোর্ন রেনেগেডসকে ৭৭ রানে হারায় বাংলাদেশ এইচপি। বাংলাদেশ সময় রোববার সকালে ১৭১ রানের লক্ষ্যে মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় মেলবোর্ন। বাংলাদেশের সহজ জয়ের বড় কারিগর পারভেজ। তিন নম্বরে নেমে ৪৮ বলে ৬৯ রানের ইনিংস খেলেন তরুণ বাঁহাতি ব্যাটসম্যান। ৭ চার ও ২ ছক্কার ইনিংসে তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। বল হাতে ৩ট উইকেট নেন পুরো সফরে দারুণ ছন্দে থাকা রিপন। বাঁহাতি স্পিনার রকিবুলও ধরেন তিন শিকার। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। দ্বিতীয় ওভারে ১৭ রান করে ফেরেন তানজিদ হাসান। পাওয়ার প্লের মধ্যে একই পথে হাঁটেন জিসান আলম ও আফিফ হোসেন। পারভেজের নৈপুণ্যে প্রথম ৬ ওভারে আসে ৫২ রান৷ এরপর তিনিই এগিয়ে দেন দলকে। আকবর আলির সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে তিনি যোগ করেন ৪৭ রান। ১৮ বলে ২১ রান করেন আকবর। পরে শামীম হোসেন ও পারভেজের জুটিতে আসে ইনিংসের সর্বোচ্চ ৫১ রান। হ্যারি ডিক্সনের বলে ক্যাচ দিয়ে আউট হন পারভেজ। শেষ পর্যন্ত ২৫ বলে ২৫ রানে অপরাজিত থাকেন শামীম। রান তাড়ায় পাওয়ার প্লেতে ১ উইকেট হারায় মেলবোর্ন। তবে ম্যাচের নিয়ন্ত্রণ কখনোই নিতে পারেনি তারা। নিয়মিত উইকেট হারিয়ে একশোর আগেই গুটিয়ে যায় বিগ ব্যাশের দলটি৷ মাত্র ২ রানে শেষের ৫ উইকেট হারায় তারা। রিপন-রকিবুলের ৩ উইকেট ছাড়াও ২টি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও আবু হায়দার। সোমবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় তাসমানিয়ার মুখোমুখি হবে এইচপি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ এইচপি: ২০ ওভারে ১৭০/৬ (জিসান ১০, তানজিদ ১৭, পারভেজ ৬৯, আফিফ ০, আকবর ২১, শামীম ২৫*, আবু হায়দার ১৩, মাহফুজুর ১*; ক্রোন ৪-০-৩৩-০, পিয়ারসন ৪-০-৪৪-২, হেনিগ ৪-০-২৬-৩, স্টো ৪-০-২৫-০, ব্রাউন ২-০-১৯-০, ডিক্সন ২-০-২০-১)
মেলবোর্ন রেনেগেডস: ১৫.২ ওভারে ৯৩ (ব্রাউন ১৯, ডিক্সন ১৬, ম্যাকডোনাল্ড ১৫, হার্ভি ১০, সাদারল্যান্ড ৬, হ্যারিস ১৮, ক্রোন ৩, লেমির ১, হেনিগ ১, পিয়ারসন ০*, স্টো ০; রিপন ৩-০-১২-৪, আলিস ৪-০-৩১-২, আবু হায়দার ২-০-১২-২, রকিবুল ৩.২-০-২১-৩, মাহফুজুর ২-০-৮-০, আফিফ ১-০-৫-০)
ফল: বাংলাদেশ এইচপি দল ৭৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: পারভেজ হোসেন
https://www.kaabait.com