• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৪

‘মুজিব’ জেনেভা চলচ্চিত্র উৎসবে প্রশংসিত

প্রতিনিধি: / ৮০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ জুন, ২০২৪

বিনোদন: বিশ্বের অন্যতম কুটনৈতিক শহর জেনেভায় ১৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হল ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বহুল আলোচিত ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’। উৎসবের শেষ দিন ছিলো রোববার। এদিন দুপুরে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব’ ছবিটি প্যানারোমা বিভাগে প্রদর্শিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব-কে নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, এমপি। মুজিব চলচ্চিত্রের প্রেক্ষাপট ও এই মহাপুরুষের জীবনী নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জেনেভাসহ বাংলাদেশ মিশনের ‘চার্জ দ্য এফেয়ার্স’ সঞ্চিতা হক, জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দক্ষিণ এশিয়া বিষয়ক সম্পাদক রহমান খলিলুর মামুন, উৎসব কমিটির প্রধান নির্বাহী চলচ্চিত্র পরিচালক তাহার হোচি এবং কমিটির সাধারণ সম্পাদক সুফিয়ান বোসাই। এদিন ইউরোপের সকল দেশেই ছিল পবিত্র ঈদ উল আযহা। জেনেভায় ছিল পূর্ণ ঈদের আমেজ। স্থানীয় বাংলাদেশ কমিউনিটির মধ্যে ছিল ঈদের আনন্দ ও মুজিব চলচ্চিত্র দেখার আবেগঘন উচ্ছ¡াস। সুইজারল্যান্ডের প্রত্যন্ত শহর বাসেল, লুজার্ন, নূশাতল, লুজান ও জেনেভার ‘মুজিব’ প্রেমী দর্শকে প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পরিপূর্ণ। ১৭৮ মিনিট দীর্ঘ এই ঐতিহাসিক মুভিটি শিশু- কিশোর, প্রাপ্ত বয়স্ক ও বৃদ্ধ বয়সের অগণিত দর্শক গ্যালারিতে বসে মগ্ন হয়ে উপভোগ করেন। অসংখ্য দর্শক ছিলেন আবেগে অশ্রæসজল। বংলাদেশী কমিউনিটির পাশাপাশি দর্শক সারিতে ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক সুইস ও বিদেশী নাগরিক। ছবিটি শেষে বিদেশী দর্শকগণ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ছবি প্রদর্শনী শেষে বিকেল সাড়ে ৩টায় গ্রæথলী প্রেক্ষাগৃহের রিসেপসন প্যাভিলিয়নে ঈদ মেনু ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করে জেনেভার সাজনা রেস্টুরেন্ট পরিবার। কোমল পানীয় পরিবেশন করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি জমাদার নজরুল ইসলাম। সামগ্রিক অনুষ্ঠানটির তত্ত¡াবধান ও সহযোগিতায় ছিলেন জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ কামরুল ইসলাম, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনিস হোসেইন, মশিউর রহমান সুমন, যুগ্মসম্পাদক মাসুম খান দুলাল, সাংগঠনিক সম্পাদক সুমন বডুয়া, শাহাদাত মজুমদার ও লুজান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাখাওয়াত শামীন প্রমুখ।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com