• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:১৩

মির্জাগঞ্জে লক্ষাধিক টাকার গাছ কর্তন ও লুটের অভিযোগ 

প্রতিনিধি: / ৫৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ মির্জাগঞ্জে শত্রুতার জেরে দিনেদুপুরে আঃ হাকিম নামে এক ব্যক্তির বাগানের রোপনকৃত লক্ষাধিক টাকার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এমনকি ঘর থেকে স্বর্নালংকার লুট করে নেওয়া কথা শোনা জানায়।হাকিম উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের মৃত হাসেম ফকিরের ছেলে।
এই ঘটনায় তিনি গত ১১ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানাযায়, গত শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। ওই সময় হাকিম বাড়িতে ছিলো না।এই সুযোগে একই  গ্রামের মজিবর চৌকিদার, সুলতান চৌকিদারসহ ২০-২৫ জন দেশীয় অস্ত্র দা,রামদা নিয়ে তার বাড়ির সন্ত্রাসী তান্ডব চালায়।এসময় হাকিমের নিজ জমিতে রোপনকৃত বিভিন্ন প্রজাতির প্রায় ৪-৫ লক্ষ টাকার গাছ কেটে নষ্ট করে। এসময় জোরপূর্বক সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে নগদ ১ লক্ষ ৪০ হাজার টাকা, গলার স্বর্নের চেইন,কানের জাফসা এবং রুলি তান্ডব চালিয়ে লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী আঃ হাকিম বলেন, ঘটনাটি সাথে মোবাইল ফোনে ইউএনও এবং উপজেলায় অবস্থানরত সেনাক্যাম্পে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, বিষয়টি মির্জাগঞ্জ থানার ওসিকে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।
মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলো  সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com