মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ(পটুয়াখালী) সংবাদদাতা: “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে খাবার খাবো পুষ্টিমানে”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ (৯-১৫)উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বুধবার(৮মে) সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য বিভাগ মিলনায়তনে পুষ্টি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তেন মং।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার মোঃ শামসুল ইসলাম সোহেলের সঞ্চালনায় পুষ্টি বিষয়ক বক্তব্য রাখেন, উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ মোঃ আলাউদ্দীন মাসুদ, কৃষি সম্প্রসারন অফিসার মোঃ নাহিদ হাসান,উপজেলা মেডিকেল অফিসার ডাঃ সুজন সুত্র ধর,
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আমিনুল ইসলাম, সুবিদখালী সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল, সুবিদখালী আর.কে গালর্স স্কুলের প্রধান শিক্ষক মোঃ গোলাম সরোয়ার বাদল ও সাংবাদিক মোঃ মনিরুজ্জামান হাওলাদার প্রমূখ।