স্পোর্টস: জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে প্রথম টি-টোয়েন্টি জয়ের পর শনিবার অনুশীলনের কোনো সূচি রাখেনি বাংলাদেশ দল। চট্টগ্রামে টিম হোটেলে বিশ্রামে সময় কাটছে ক্রিকেটারদের। এমন দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন দলের সমচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদ উল্লাহ। ২০১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে ইংল্যান্ডে তোলা সেই ছবিতে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের সঙ্গে আছে মাহমুদ নিজে। অর্থাৎ দেশের ক্রিকেটে ‘পঞ্চপান্ডব’ নাম পেয়েছিলেন যারা, সেই পাঁচ ক্রিকেটার। যখন সবাই বাংলাদেশ দলের হয়ে খেলতেন, সে সময়ের ছবি সেটি। পুরনো সে ছবি শেয়ার করে মাহমুদ লিখেছেন, ‘কী এক মধুর সময় ছিলো! ফিরিয়ে আনা যাক মুহূর্তগুলো।’ ছবি পাঁচজনের মধ্যে জিম্বাবুয়ে সিরিজে আছেন কেবল মাহমুদ। মিরপুরে শেষ দুই ম্যাচে যোগ দেওয়ার কথা সাকিবের। বাকি তিন জন আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।
https://www.kaabait.com