বিদেশ : ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আজ সোমবার মস্কো সফর করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে তিনি গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। মস্কোতে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত এসব তথ্য জানিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বরাত দিয়ে বলেছে, আব্বাস আজ সোমবার আসবেন এবং আগামীকাল মঙ্গলবার পুতিনের সঙ্গে দেখা করবেন। আব্বাস ফাতাহ ফিলিস্তিনি আন্দোলনের প্রধান, যা হামাসের প্রতিদ্ব›দ্বী। রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফাল বলেছেন, দুই নেতা ইসরায়েলে ৭ অক্টোবরের হামলার পর থেকে গাজায় ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আলোচনা করবেন। ‘তারা রাশিয়ার ভ‚মিকা নিয়ে কথা বলবেন, কী করা যায়।’ তিনি আরো বলেন, ‘আমরা খুব কঠিন পরিস্থিতিতে আছি। রাশিয়া আমাদের নিকটবর্তী একটি দেশ। আমাদের একে অপরের সঙ্গে পরামর্শ করা দরকার।’ মস্কো বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যের সব বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে, যার মধ্যে ইসরায়েল ও ফিলিস্তিনিও রয়েছে। কিন্তু ইসরাইল-হামাস যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার নিজেদের আক্রমণের পর থেকে পুতিন ইসরায়েলের শত্রæ হামাস ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। ক্রেমলিন ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলের প্রতিক্রিয়ার বারবার সমালোচনা করেছে এবং সংযমের আহŸান জানিয়েছে। সূত্র : এএফপি
https://www.kaabait.com