• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৪:৫৩

মালাইকা অর্জুনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন

প্রতিনিধি: / ৬৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ জুন, ২০২৪

বিনোদন: হঠাৎ করেই রটে গেল মালাইকা আরোরা ও অর্জুন কাপুরের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে। এমনকী, রটে যায়, মালাইকাই নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। তবে রাত পেরোতেই নতুন খবর। মালাইকার ম্যানেজার স্পষ্ট জানিয়ে দিলেন, ‘এসব মিথ্যে। সবই রটনা। অর্জুনের সঙ্গে এখনও তার সম্পর্ক মধুর।’ ২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন। গতবছর থেকেই মাঝেমধ্যে এই গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মাঝে দুই তরফেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বহাল রেখেছিলেন। কেউ শান্তির খোঁজে তো কেউ বা আবার আবর্জনা কটাক্ষে নেটপাড়ায় শোরগোল ফেলছেন! সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। তবে তারপরও একসঙ্গে দেখা গেছে অর্জুন-মালাইকাকে। এবার তারকাজুটির বিচ্ছেদের জল্পনায় সিলমোহর! অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্রই এই খবরে সিলমোহর বসিয়েছে। শোনা যায়, বান্দ্রায় ২০ কোটি রুপি দিয়ে একটি চার বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাট কিনেছিলেন অর্জুন। কারণ সেটি মালাইকার বাড়ির পাশে। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। মালাইকা ও অর্জুন এখন ভিন্ন পথের যাত্রী। তবে চ‚ড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের কিছুটা সময় দিয়েছিলেন তারা। দূরে থেকেই বুঝতে চেয়েছিলেন সম্পর্কের গুরুত্ব। আর তাই তো সব গুঞ্জন উড়িয়ে মালাইকা জানিয়ে দিলেন তার মন অর্জুনেই রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com