• রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:২৩
সর্বশেষ :
যুক্তরাষ্ট্র তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানি করছে রুশ গ্যাস স্টেশনে বিস্ফোরণ, মস্কো-কিয়েভ পাল্টাপাল্টি অভিযোগ জার্মানির শিল্প খাতে বাড়ছে চীনা প্রভাব, হুমকিতে কর্মসংস্থান-জিডিপি সেনাবাহিনী সুদানে প্রেসিডেন্সিয়াল প্যালেস পুনর্দখল করেছে তুরস্কে তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ: বাড়ি বাড়ি অভিযান, আটক ৯৭ ‘রাষ্ট্রবিরোধী’ পোস্টের পাকিস্তানে অভিযোগে সাংবাদিক আটক সহিংস অপরাধের বৃদ্ধি রোধে ব্যর্থতার জন্য পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩২ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ যুক্তরাজ্যের নৌকা ডুবে ইন্দোনেশিয়ায় পর্যটক নিহত ইনজুরির কারণে মাঠে ফেরা হলো না ম্যাট হেনরির

মানুষ যে কারণে নিউজিল্যান্ড ছাড়ছে

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বিদেশ : বেকারত্বের কারণে রেকর্ড সংখ্যক মানুষ নিউজিল্যান্ড ছাড়ছেন। দেশটিতে সুদের হার এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও ধীর গতি। মঙ্গলবার প্রকাশিত নিউজিল্যান্ডের পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুনে শেষ হওয়া বছরে দেশটি থেকে এক লাখ ৩১ হাজার ২০০ মানুষ অন্যত্র চলে গেছে, যা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি। ছেড়ে যাওয়াদের মধ্যে অধিকাংশই অস্ট্রেলিয়া গেছেন। যদিও নেট মাইগ্রেশনের এখনো উচ্চ স্তরে রয়েছে। অর্থনীতিবিদরাও আশা করছেন, এই সংখ্যাও কমে আসবে। কারণ অর্থনীতির ধীর গতির করণে নিউজিল্যান্ডের প্রতি বিদেশি অভিবাসীদের আগ্রহ কমে যাবে। প্রকাশি তথ্যে দেখা গেছে, নিউজিল্যান্ড থেকে ছেড়ে যাওয়াদের মধ্যে ৮০ হাজার ১৪৭ জন নাগরিক রয়েছেন, যা করোনা মহামারির আগের তুলনায় দ্বিগুণ। মেরিলি অ্যালেন বর্তমানে তার সঙ্গী ও ১৪ বছর বয়সী কন্যাকে নিয়ে ২০২৫ সালের প্রথম দিকে অস্ট্রেলিয়ার দ্বীপ রাজ্য তাসমানিয়ার হোবার্টে যাওয়ার পরিকল্পনা করছেন। ডেন্টাল প্রশাসনে কাজ করা অ্যালেন বলেন, সেখানে এখন অনেক সুযোগ-সুবিধা। তাছাড়া সেখানে আমার পেশার চাহিদা রয়েছে। আমার অনেক বন্ধু রয়েছে যারা এরইমধ্যে অস্ট্রেলিয়া চলে গেছেন। অর্থনীতিবিদরা জানিয়েছেন, দেশটিতে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি, রয়েছে সুদের উচ্চ হার ও বেকারত্ব। সূত্র: রয়টার্স


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com