ডি, সি, মন্ডল
মানুষ যে আজ কত চলে ভুল পথে,
স্বার্থপর করে কাজ উঠে বসে রথে।
উপদেশ দিয়ে লোকে ক্ষতি করে চলে,
শির তুলে বড়ো কথা দিন রাত বলে।
নিন্দাতে ভাষায় তুলে যত দোষ থাকে,
ভাবে না কশ্মিন কাল নিজ সুখ বাঁকে।
জীবনের এই বেলা কাটে মারে ধরে,
জেনে শুনে তবু লেকে পাপ কাজ করে।
জেনে রেখো একদিন কষ্ট তুমি পাবে,
অহিত কুকর্মে তব সুখ দুখে ধাবে।
করিলে পরের ক্ষতি নষ্ট নিজ সুখ,
দূর্দিন আসিবে জেন পাবে বড়ো দুখ।
করো না পরের ক্ষতি স্বস্তি দানে থাকো,
ভবিষ্যৎ সুদিনের চিত্র সবি আঁকো।
স্রষ্টার স্মরণ নিলে চিত্তে শান্তি আসে,
মানবতা থাকে যার সেই জন হাসে।
সুখে দুখে থেকে তবু সৎ পথে চলো,
পরকে বাসিবে ভালো মিথ্যা নাহি বলো।
যার হৃদে সত্যে ভরা লোকেতে সে ধন্য,
বিশ্ববাসী সব লোকে করে তারে গণ্য।