• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৯:১৭

মাধেভেরে-মাভুটা ফেরার অনুমতি পেলেন

প্রতিনিধি: / ৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

স্পোর্টস: প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার দরজা খুলেছে ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুটার। ডোপিংয়ের দায়ে চার মাস নিষিদ্ধ থাকা এই দুই ক্রিকেটারকে খেলায় ফেরার অনুমতি দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। গত ডিসেম্বরে করানো ডোপ টেস্টে মাধেভেরে ও মাভুটা পজিটিভ হন। দুজনের নমুনায় নিষিদ্ধ বিনোদনমূলক ওষুধের উপস্থিতি পাওয়া যায়। জানুয়ারিতে তাদেরকে চার মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে জেডসি। পাশাপাশি তিন মাস তাদের বেতনের ৫০ শতাংশ জরিমানা করা হয়। পুনর্বাসনের প্রক্রিয়ার অংশ হিসেবে নিষেধাজ্ঞার এই সময়ে দুইজকেই হাই পারফরম্যান্স প্রোগ্রামের সঙ্গে অনুশীলন করতে বলা হয়। নিষেধাজ্ঞা কাটানোর পর মাধেভেরে ও মাভুটার আরেকটি ডোপ টেস্ট করানো হয়। যেখানে ফল নেগেটিভ আসার পর তাদেরকে খেলায় ফেরার অনুমতি দেয় জেডসি। অফ স্পিনিং অলরাউন্ডার মাধেভেরে তিন সংস্করণ মিলিয়ে জিম্বাবুয়ের হয়ে খেলেছেন ৯৮ ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে গত ডিসেম্বরে ওয়ানডে সিরিজে সবশেষ খেলেন তিনি। আর লেগ স্পিনিং অলরাউন্ডার মাভুটা তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৬ ম্যাচ। যার সবশেষটি ওই আয়ারল্যান্ড সিরিজেই।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com