জিয়া সাঈদ
শৈত্যে কেঁপে কেঁপে
আবারো জ্বরের জানান দেয় শরীর
টের পাই ভেতরের ধস
ধসান্তের নাম
অবসাদ হলে
সমস্ত দুঃস্থতা নিয়ে
শুয়ে থাকি, যেভাবে ভোরের নদী থাকে –
শীতে, কুয়াশায়
চোখ বুজে ঘুমকে ডাকি – আসে না
মায়ামুখগুলো শুধু আসে
কত প্রিয় দৃশ্যে মাকে দেখি
দেখতে দেখতে
শিশু হয়ে যাই ….
কী করি বলো মা –
যেখানেই থাকি অসুখ-বিসুখে ,
তাবৎ পথ্য প্রীতি পরিচর্যা ছাপিয়ে
আমার যে শুধু
তোমার যত্নের
শিশুকালটাই মনে আসে
সেই কপালে আর্দ্র হাত
মাথায় জলের নামে
অশ্রান্ত স্নেহসিঞ্চন –
সেই সুধা শান্তি –
সেইসব শুশ্রূষায় যেতে ইচ্ছে করে
বড্ড ইচ্ছে করে….