• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯

মাওলানা আবু তাহেরকে আহবায়ক করে বাগেরহাটে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কমিটি গঠন

প্রতিনিধি: / ৮৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৬ জুন, ২০২৪
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (0.31666666, 0.31666666); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (0, -1); aec_lux: 390.4535; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

আবু-হানিফ,বাগেরহাট অফিসঃ মাওলানা আবু তাহেরকে আহবায়ক করে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের
বাগেরহাট জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার
বিকালে বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সদ্য বাগেরহাট জেলা আহবায়ক
মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড ভূইয়া হেমায়েত
উদ্দিন।
বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের বাগেরহাট জেলা শাখার সদ্য এ কমিটিতে
মাওঃ শামসুল হক আনছারী, হাফেজ মো: রইছুল ইসলাম, মাওলানা ফখরুল ইসলাম, মাও
লানা মোঃ মিজানুর রহমান, মাওলানা আবু বকর, মৌলভী কওছার আলী শেখ, মাওলানা সা
ইদ আল বাশার, মাওলানা নুর হোসেন, মো: আ: সালাম মল্লিক,মাওলানা কামরুল ইসলাম
কে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত ১৬মে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের কেন্ত্রীয় কমিটির
কার্য়করী সভাপতি হাফেজ মাওঃ সাগর আহমে শাহীন, সভাপতি ড. কে,এম
আব্দুল মমিন সিরাজী ও সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল হক
সাক্ষরিত এ কমিটির অনুমোদন প্রদান করেন।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com