ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): পাইকগাছা উপজেলা কৃষি অফিস পরিদর্শন, কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও গাছের চারা রোপন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ^াস। তিনি বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি কৃষির উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে উপজেলা কৃষি অফিসের জমিতে বারো মাসি ফলজ কাঁঠালের চারা রোপন করে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ, উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ এসএম মিজান মাহমুদ, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাস, মনিটরিং অফিসার ধীমান মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম মনিরুল হুদা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী ও উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ। এছাড়া এ সময় সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।