• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৩

মধ্যবিত্তের প্রতিকৃতি

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৬ জুন, ২০২৪

ফয়জুল হাকিম
অনেক সময় প্রত্যাখ্যান খুব ভালো লাগে
সেদিন যেমন
শহীদুল সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিলেন-
গাজায় ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি জানিয়ে,
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিলেন শহীদুল,
আমরা সকলে তাকিয়ে দেখলাম,
কিন্তু আমাদের হয়েছে এক কঠিন সমস্যা
আমরা কেন জানি প্রত্যাখ্যান করতে পারি না,
ঘাড় নীচু করতে করতে এখন তাই ঘাস খাওয়া ছাড়া আমাদের জোটে না কিছুই!
সীমান্তে গুলি ছুড়ে বাংলাদেশী হত্যা করে ঘুরে বীরদর্পে বিএসএফ,
আর ফ্ল্যাগ মিটিং এর জন্য আমরা বসে থাকি বছরের পর বছর!
এদিকে সাবেক ডাকসাইটে আইজির থলে থেকে বিড়াল বেড়িয়ে পড়ে শেরে বাঙলা নগরে
ডাকে মিউ মিউ,
বাটি ভরে তাকে খেতে দেয় দুধ, দুদক দুর্জন!
অনেক সময় প্রত্যাখ্যান খুব ভালো লাগে,
পুলিশের নিষেধ না মেনে বকেয়া মজুরি আদায়ে
শ্রমিকরা যখন অবরোধ করে রাজপথ রেলপথ,
মিরনজিল্লার নারী শিশু বৃদ্ধরা আটকে দেয় সিটি করপোরেশনের হিংস্র বুলডোজার,
তখন কেমন যেন উৎসব উৎসব লাগে আগাসাদেক লেনে সারারাত!
কিন্তু আমাদের হয়েছে এক কঠিন সমস্যা,
আমরা কেন জানি প্রত্যাখ্যান করতে পারিনা
আমরা কেন জানি খাপ খাইয়ে চলতে চলতে
পদলেহনে কাটিয়ে দেই সারাটা জীবন!


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com