• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:০৯
সর্বশেষ :
বিদেশ ভ্রমণে আর বাধা রইলোনা ব্যাংকারদের ঊর্ধ্বমুখী ধারায় ফেরার ইঙ্গিত দিচ্ছে দেশের শেয়ারবাজার এলসি খোলার জন্য সরকারের দ্বারস্থ শিল্প মালিকরা চলতি মাসের প্রথম ১৮দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার ৭২৪ কোটি টাকা আমদানি মূল্য পরিশোধের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক ওয়ার্কশপ সেবার ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহার ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরণ  পাইকগাছায় ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  পাইকগাছায় লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন  পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত 

ভয়াবহ বন্যায় নাইজেরিয়ায় মৃত্যু বেড়ে ১৭০

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বিদেশ : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় দুই সপ্তাহ ধরে চলা বন্যায় এখন পর্যন্ত ১৭০ জন নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে। দেশটির ফ্লাড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (এনইওসি) তথ্য অনুসারে, চলমান বন্যায় নাইজেরিয়ায় অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় দুই হাজারজন। এ ছাড়া বন্যায় দুই লাখ পাঁচ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত মঙ্গলবারের সর্বশেষ আপডেট অনুযায়ী, ১৭০ জনের মৃত্যু, এক হাজার ৯৪১ জন আহত এবং দুই লাখ পাঁচ হাজার ৩৩৮ জন তাদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলের আটটি প্রদেশে এই বন্যা সবচেয়ে বেশি আঘাত হেনেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসেও বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বন্যায় কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটিতে চলতি বছর খাদ্যের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কয়েকটি অঞ্চলে এখনো বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। সূত্র : সিএনএন


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com