• সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৭

ভয়াবহ দাবানলে গ্রিসে নিহত ১, সরিয়ে নেয়া হচ্ছে হাজারও মানুষ

প্রতিনিধি: / ৬৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বিদেশ : দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসের এথেন্সে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে। শহরে দাবানল ছড়িয়ে পড়ায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার উত্তর এথেন্সের ভ্রিলিসিয়া শহরের একটি দোকানের ভেতরে মৃতদেহটি পাওয়া গেছে। মৃতদেহটি একজন নারীর বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির ফায়ার সার্ভিস। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এথেন্সের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান দাবানলে হুমকির মধ্যে রয়েছে বলে কর্তৃপক্ষ সতর্ক করার পরে সেখান থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের মুখপাত্র কর্নেল ভ্যাসিলিওস ভাথ্রাকোজিয়ানিস বলেছেন, গতকাল মঙ্গলবার পর্যন্ত আগুন অব্যাহত থাকতে পারে। তবে ম্যারাথন এবং পেন্টেলি শহরের আশেপাশের বেশিরভাগ এলাকায় বেশ কয়েকটি দাবানল সক্রিয় রয়েছে। নতুন করে দাবানল ছড়িয়ে পড়লে তা আরও কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে বলে সতর্ক করেছেন তিনি। কর্মকর্তারা জানান, সোমবার ৪০টি বিভিন্ন স্থানে দাবানলের আগুন ছড়িয়ে পড়ে এবং কিছু এলাকায় ২৫ মিটার (৮২ ফুট) পর্যন্ত আগুনের শিখা দেখা যায়। গ্রিসের ন্যাশনাল অবজারভেটরি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখা গেছে যে, স্থানীয় সময় দুপুর নাগাদ দাবানলের আগুনে প্রায় এক লাখ একর জমি পুড়ে গেছে। রোববার বিকেলে গ্রিসের রাজধানী থেকে ৩৫কিমি উত্তরে দাবানলের সূত্রপাত ঘটে। ৭০০ জনেরও বেশি অগ্নিনির্বাপক কর্মী, ১৯৯টি ফায়ার ইঞ্জিন এবং ৩৫টি ওয়াটারবোম্বিং বিমান আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com