ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা): চলমান তীব্র তাপদাহে ক্ষতিকর প্রভাব থেকে সাধারণ মানুষদেরকে সচেতন ও একটু উষ্ণতা দিতে পাইকগাছার পৌর সদরে ভ্যান চালক, পথচারী ও ফুটপাতের দোকানদারকে টুপি, খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর সহ পৌর পরিবারের সদস্যবৃন্দ। রবিবার দুপুরের পৌরসভার উদ্যোগে প্রখর রৌদ্রে পৌর চৌরাস্তা মোড়ে এসকল উপকরণ বিতরণ করা হয়,এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এসএম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, কাউন্সিলর আসমা আহম্মেদ, রবিশংকর মন্ডল, আলাউদ্দীন গাজী, গফ্ফর মোড়ল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লালু সরদার, সহকারী প্রকৌশলী মো. লিটু শেখ, প্রধান সহকারী শেখ জিয়াউর রহমান, ইউডিএ উত্তম কুমার ঘোষ, হিসাব রক্ষক মৃনাল কান্তি সানা, হেমেন্দ্র নাথ গাইন, জিএম রফিকুল ইসলাম, মো. ইমদাদুল হক, কবিতা গাইন। এসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, তীব্র তাপদাহে ভ্যান চালক সহ পথচারীদের একটু প্রশস্তি দিতে পাইকগাছা পৌরসভার উদ্যোগে এ আয়োজন। এদিকে এই ভিন্ন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পাইকগাছা পৌরসভার সকল স্তরের মানুষ।