ভোক্তা জরিপেটানাষষ্ঠবারেরমতো দেশীয় ও বহুজাতিকশীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্য থেকে সবার সেরা ব্র্যান্ডনির্বাচিতহয়েছেবিকাশ। আগেরধারাবাহিকতায় এ বছরওবাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত‘বেস্ট ব্র্যান্ডঅ্যাওয়ার্ড’-এমনোনীতশীর্ষ ১৫টি ব্র্যান্ডেরমধ্যে ‘বেস্ট ব্র্যান্ড’নির্বাচিতহয়েছে দেশের বৃহত্তমএমএফএসপ্রতিষ্ঠানটি। পর পরছয়বছর সম্মানজনক এ স্বীকৃতিরপাশাপাশি মোবাইলফিন্যান্সিয়ালসার্ভিসক্যাটেগরিতেওটানাঅষ্টমবারেরমতো‘মোস্ট লাভড ব্র্যান্ড’নির্বাচিতহয়েছেবিকাশ। বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতেজানানো হয়, গত বৃহস্পতিবার‘বেস্ট ব্র্যান্ডঅ্যাওয়ার্ড’-এর ১৬তম সংস্করণেবাংলাদেশ ব্র্যান্ড ফোরামেরপ্রধান উপদেষ্টা ড. সৈয়দ ফারহাতআনোয়ারেরহাত থেকে দেশের সেরা ব্র্যান্ডের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট নেন বিকাশেরপ্রধাননির্বাহীকর্মকর্তাকামালকাদীর। আরওউপস্থিত ছিলেনবিকাশেরচিফমার্কেটিংঅফিসারমীরনওবতআলী, চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজিঅফিসার মোহাম্মদ আজমলহুদা, চিফহিউম্যানরিসোর্সেসঅফিসার ফেরদৌসইউসুফ, চিফফিন্যান্সিয়ালঅফিসারমঈনুদ্দিন মোহাম্মদ রাহগীরসহপ্রতিষ্ঠানটিরঊর্ধ্বতনকর্মকর্তারা। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামেরপ্রধান উপদেষ্টা ড. সৈয়দ ফারহাতআনোয়ারবলেন, ডিজিটালডিভাইড দূরকরে দেশের প্রতিটিপ্রান্তেরমানুষেরকাছেআর্থিক সেবা পৌঁছেদিয়েবিকাশ এক নতুনদিগন্তউন্মোচনকরেছে। বিকাশএখনশুধুবাংলাদেশের নয়, বিশ্বেরকাছেওবাংলাদেশের সাফল্যেরপ্রতীক। এটিপ্রমাণকরেছে, সঠিক দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী শক্তি নিয়েকাজকরলেএকটি দেশীয় ব্র্যান্ডওবিশ্বমঞ্চেজায়গাকরেনিতেপারে। বিকাশতাইশুধুএকটি ব্র্যান্ডনয়; এটিবাংলাদেশের উন্নয়নও সক্ষমতার গল্প। সংবাদ বিজ্ঞপ্তিতেআরওবলা হয়, এক যুগেরও বেশিসময়ধরে দেশের সব শ্রেণি-পেশারমানুষেরপ্রতিদিনের আর্থিক লেনদেনে স্বাধীনতাও সক্ষমতা এনেদিয়েবিকাশসবারজীবনের অংশ হয়ে উঠেছে এবংআর্থিক অন্তর্ভুক্তিকে এগিয়েনিয়ে গেছে।সেইঅবদানেরইধারাবাহিক স্বীকৃতিএবারেরও এই অর্জন।
https://www.kaabait.com