বিনোদন: শাকিব খানের তুফান ঝড়ে কাবু দেশ। শুধু দেশেই নয়, বাইরেও তুফান জাদুতে বুঁদ হয়ে আছে সিনেমাপ্রেমীরা। বিশ্বের ১৫টি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। এবার প্রতিবেশী দেশ ভারতে মুক্তির অপেক্ষায় সিনেমাটি। ‘তুফান’ সিনেমার দর্শকপ্রিয়তার খবর ছড়িয়েছে ভারতেও। আগামী ৫ জুলাই দেশটিতে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে ভারতে শাকিবের ‘তুফান’ সিনেমার মুক্তি নিয়ে কিছুদিন আগে মন্তব্য করেন ওপার বাংলার চিত্রনায়ক জিৎ। যা নিয়ে শাকিব-জিৎভক্তদের মাঝে বাগযুদ্ধ চলছে। কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন জিৎ। একপর্যায়ে ভারতে শাকিব খানের ‘তুফান’ সিনেমার মুক্তি নিয়ে কথা বলেন। জিতের কাছে জানতে চান, শাকিব খানের ‘তুফান’ মুক্তি পাচ্ছে। আপনি কি এটাকে কম্পিটিশন হিসেবে দেখছেন? জবাবে জিৎ বলেন, ‘না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এ সময় জিতের পাশে বসে ছিলেন ‘বুমেরাং’ সিনেমার তরুণ পরিচালক সৌভিক কুÐু। জিতের মুখ থেকে একপ্রকার কথা কেড়ে নিয়ে তিনি বলেন, ‘নব্বইয়ের দশকেই বাজার খুলে রেখেছি।’ এ বক্তব্য শুনে হেসে ওঠেন তাদের পাশে বসে থাকা দুই অভিনয়শিল্পী রুক্মিণী মৈত্র ও সৌরভ। জিৎ খুব ঠাÐা মস্তিষ্কে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেও রুক্মিণী-সৌরভ-সৌভিকের আচরণ খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি শাকিবভক্তরা। যার চিত্র দেখা যায় ভিডিও সাক্ষাৎকারের কমেন্ট বক্সে। আবার জিতের ভক্তরাও চুপ করে বসে নেই। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে বাগযুদ্ধ। একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। এতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন- চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
https://www.kaabait.com