• বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৯

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা: পুলিশের তদন্তে নতুন তথ্য

প্রতিনিধি: / ২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

বিদেশ : ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সকালে রামমূর্তি নগরের কালকেরে লেকের পাশে ২৮ বছর বয়সী নাজমা নামের ওই নারীর লাশ উদ্ধার করে স্থানীয় পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত নাজমা স্থানীয় একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মী হিসেবে কাজ করতেন এবং তার স্বামী পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তাদের তিন সন্তান রয়েছে, যারা বাংলাদেশে অবস্থান করছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ ধারণা করছে, বৃহস্পতিবার রাতে কাজ শেষে ফেরার পথে তিনি আক্রান্ত হন। তার লাশ কর্মস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে পাওয়া যায়। পুলিশের এক কর্মকর্তা বলেন, “প্রাথমিক তদন্তে দেখা গেছে, হত্যার আগে ওই নারীকে যৌন নির্যাতন করা হয়েছে এবং মাথায় ভারী কোনো বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে।” স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও ডেকান হেরাল্ড জানিয়েছে, নাজমার কাছে কোনো বৈধ ভিসা বা পাসপোর্ট পাওয়া যায়নি, তবে তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি মেডিকেল ভিসায় ভারতে এসেছিলেন। পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “নাজমা তার সহকর্মীকে জানিয়েছিলেন, ব্যক্তিগত কাজে দেরি হতে পারে এবং তিনি একাই ফিরে যাবেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।” পুলিশের ধারণা, তিনি পূর্ব পরিচিত কারও সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যেখানে কোনো বিবাদের জেরে তার ওপর হামলা হয়। ফরেনসিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৬৩ (ধর্ষণ) এবং ১০৩ (হত্যা) ধারায় মামলা করেছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে। পূর্ব বিভাগের উপপুলিশ কমিশনার দেবরাজ ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “এটি একটি নৃশংস ঘটনা এবং আমরা অপরাধীদের খুঁজে বের করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।” এই ঘটনার পর বেঙ্গালুরুতে অভিবাসীদের নিরাপত্তা এবং অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে এবং দ্রুতই অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com