• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২২

ভারতের আরও এক পদক শুটিংয়ে

প্রতিনিধি: / ৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

স্পোর্টস: চলমান প্যারিস অলিম্পিকে দ্বিতীয় পদকের দেখা পেল ভারত। নারীদের ১০ মিটার এয়ার পিস্তলে ভারতকে প্রথম পদক এনে দিয়েছিলেন মানু ভাকের। ভারতের দ্বিতীয় পদকও এসেছে শুটিংয়ে। মঙ্গলবার ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলীয় ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের মানু ভাকের ও সারাবজোত সিং। এই নিয়ে প্যারিস অলিম্পিকে নিজের দ্বিতীয় ব্রোঞ্জ পদকের দেখা পেলেন মানু। পদক জয়ের পরই মানু ও সারাবজোত সিংকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেন, ‘আমাদের শুটাররা আমাদের গর্বিত করে চলেছে! অভিনন্দন মনু ভাকের ও সারাবজোত সিংকে অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য। দুজনেই দারুণ দক্ষতা ও দলগত কাজ দেখিয়েছেন। তাদের সাফল্যে ভারত অবিশ্বাস্যভাবে আনন্দিত। মনুর এটি টানা দ্বিতীয় অলিম্পিক পদক, যা তার ধারাবাহিক শ্রেষ্ঠত্ব এবং আত্মোৎসর্গের প্রতিফলন।’


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com