• রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০১:১১
সর্বশেষ :
যুক্তরাষ্ট্র তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে ডিম আমদানি করছে রুশ গ্যাস স্টেশনে বিস্ফোরণ, মস্কো-কিয়েভ পাল্টাপাল্টি অভিযোগ জার্মানির শিল্প খাতে বাড়ছে চীনা প্রভাব, হুমকিতে কর্মসংস্থান-জিডিপি সেনাবাহিনী সুদানে প্রেসিডেন্সিয়াল প্যালেস পুনর্দখল করেছে তুরস্কে তৃতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ: বাড়ি বাড়ি অভিযান, আটক ৯৭ ‘রাষ্ট্রবিরোধী’ পোস্টের পাকিস্তানে অভিযোগে সাংবাদিক আটক সহিংস অপরাধের বৃদ্ধি রোধে ব্যর্থতার জন্য পেরুর স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৩২ বিলিয়ন ডলারের সম্পদ জব্দ যুক্তরাজ্যের নৌকা ডুবে ইন্দোনেশিয়ায় পর্যটক নিহত ইনজুরির কারণে মাঠে ফেরা হলো না ম্যাট হেনরির

ভাবনা সমালোচকদের কড়া জবাব দিলেন

প্রতিনিধি: / ৯৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪

বিনোদন: প্রতিনিয়তই তারকাদের নানা মাধ্যমে সমালোচনা ও ট্রলের শিকার হতে হয়। মাঝে মাঝে বুলিংয়ের মাত্রা এত বেশি মাত্রায় পৌঁছে যায় যে, বিষয়টি নিয়ে পুলিশ স্টেশন অবধি চলে যান তারকারা। অনেকে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদী হয়ে ওঠেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী ভাবনা। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘দামপাড়া’, ‘যাপিত জীবন’ ও ‘পায়েল’ সিনেমাগুলো। তবে কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন ভাবনা। ফলে কাজের পাশাপাশি বিভিন্ন সময় পোস্ট ঘিরেও চলে আলোচনা। এমনকি একাধিক পোস্টের কারণে কটাক্ষের শিকার হতেও দেখা গেছে তাকে। বিষয়টি নিয়ে মাঝে বিব্রতবোধ করলেও সেভাবে প্রতিবাদ করেননি তিনি। তবে এবার চেনা ছকের বাইরে চলে এসেছেন তিনি। সমালোচকদের কড়া জবাব দিলেন ভাবনা। স¤প্রতি তিনি তার ছবিসহ একটি সাক্ষাৎকার ফেসবুকে শেয়ার করেন। সেখানে ‘মামুন মিয়া’ নামে একজন অশালীন মন্তব্য করেন। এরপরই সেই মন্তব্যের স্ক্রিনশট নিয়ে ভাবনা তার ফেসবুক পেজে মামুন মিয়াকে ট্যাগ করে একটি পোস্ট দেন। সেখানে ভাবনা লিখেছেন, ‘এই সব মানুষদের অনেক লাইম লাইট দরকার। মামুন মিয়া, সে তার ফেসবুকে লিখে রেখেছে ডিজিটাল ক্রিয়েটর। তার পরিবার, প্রেমিকা, বউ, বন্ধু সবার দেখা দরকার তিনি কেমন কমেন্ট করেন।’ তার এই পোস্টের পর অশ্লীল ইঙ্গিত করা সেই মামুন মিয়া কোনো মন্তব্য না করলেও নিন্দার ঝড় বইতে থাকে সেই পোস্টের মন্তব্যের ঘরে।

 


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com