• বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৫:৩৮

ভক্তের হুমকি ‘পুষ্পা ২’ মুক্তি পেছানোয়

প্রতিনিধি: / ৭৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪

বিনোদন: ২০২১ সালে ভারতীয় বক্স অফিসে রীতিমত ঝড় তুলে আল্লু অর্জুন অভিনীত বহুল আলোচিত ছবি ‘পুষ্পা’। এরপর থেকেই এই ছবির দ্বিতীয় অংশের জন্য অপেক্ষায় দর্শক। এরইমধ্যে মুক্তির ঘোষণা দিয়েও কয়েক দফায় পেছানো হয় তারিখ! সবশেষ ঘোষণায় জানানো হয়, আসছে ১৫ আগস্ট মুক্তি পাবে ‘পুষ্পা ২’। সেটাই চ‚ড়ান্ত ছিলো। দর্শকও প্রস্তুত হচ্ছিলেন, আগস্টেই ছবিটি দেখতে! কিন্তু এবারও যে ধৈর্য্যরে পরীক্ষায় পড়বেন, সেটা বুঝতে পারেননি অনেকে! তাইতো ‘পুষ্পা ২’ মুক্তি আরো চার মাস পিছিয়ে দেয়ার ঘোষণায় বেজায় চটেছেন কেউ কেউ। শুধু তাই নয়, ক্ষুদ্ধ এক আল্লু ভক্ত সাফ জানিয়ে দিয়েছেন, এবার ছবি মুক্তি পিছিয়ে দিলে মামলা করবেন তিনি! টুইটে এক একজন লিখেছেন, ‘সিনেমাটি ২০২৪ সালের জুনে মুক্তি পাচ্ছিল। কেন তা প্রথমে আগস্ট, আর এখন ডিসেম্বরে স্থানান্তরিত করা হয়েছে? চলচ্চিত্র নির্মাতারা দর্শকদের আবেগ নিয়ে খেলছেন। ‘পুষ্পা’ ভক্তদের পক্ষ থেকে আমি আদালতে মামলা করব যত তাড়াতাড়ি সম্ভব এই ছবি মুক্তি দেওয়ার জন্য’। ‘পুষ্পা ২: দ্য রুল’ মুক্তির নতুন তারিখ ৬ ডিসেম্বর। নতুন করে মুক্তি পিছিয়ে দেয়ার কারণ হিসেবে জানা যায়, এখনও শেষ হয়নি ‘পুষ্পা ২’-এর শুটিং, তাছাড়া পোস্ট প্রোডাকশনের কাজও বাকি রয়েছে। দর্শকদের সামনে সেরা প্রোডাক্ট তুলে ধরতে চান নির্মাতারা। তাই বাড়তি সময় চেয়ে নিলেন। ছবির মানের সাথে আপোশ করার কোনো ইচ্ছে নেই নির্মাতারাদের। তবে এই খবর মন ভেঙেছে আল্লু ভক্তদের। তবে সকলেই পুষ্পা টিমের উপর ক্ষুব্ধ এমনটা নয়, অনেকেই এই সিদ্ধান্তের স্বপক্ষে কথা বলেছেন। তাদের ধারণা ছবির পোস্ট প্রোডাকশনের কাজের মান আরও উন্নত হবে। কেউ কেউ তো আবার এমনটাও বলছেন, এটা বøকবাস্টার হওয়ার ল²ণ। কারণ ‘পুষ্পা’ ছবির প্রথম ভাগও ডিসেম্বরেই মুক্তি পেয়েছিল। তাই এটা ইতিহাসের পুনরাবৃত্তি। পরিচালক সুকুমার ও আল্লু অর্জুন ছবির মুক্তি পিছানো নিয়ে স¤প্রতি ম্যারাথন বৈঠকও করেন। প্রথম পর্বের মাধ্যমে দর্শকের সামনে এই ছবি নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com