বিনোদন: ভালোবাসার জন্য দুজন মানুষ কতটুকু আত্মত্যাগ করতে পারে সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে টার্কিশ সিরিজ ‘বেøাকেন লাইভস’। বিশ্বব্যাপী সাড়া জাগানো সিরিজটি এর আগে বিভিন্ন ভাষায় মুক্তির পেয়েছে। এবার সম্পূর্ণ বাংলা ডাবিংয়ে মুক্তি পেলো ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। গত বৃহস্পতিবার থেকে আইস্ক্রিনের মাধ্যমে বাংলা ভাষাভাষী দর্শক সিরিজটি উপযোগ করতে পারছেন। ইতোমধ্যে আইস্ক্রিনে প্রথম সিজন হিসেবে ১০পর্বের সিরিজ সিরিজ মুক্তি পেয়েছে। এভাবে পঁচিশ সিজনে মোট ২৫০পর্ব মুক্তি পাবে। ‘বিনোদনের স্মার্ট দুনিয়া’ ¯েøাগানকে সঙ্গে নিয়ে আইস্ক্রিনে পাওয়া যাচ্ছে নানা ধরণের সিনেমা ও ফিকশন। এগুলো উপভোগ করা যাচ্ছে মাসিক সাবক্রিবশন ৮৯ টাকায়, ছয়মাসের জন্য ২৬৯ টাকায় এবং বাৎসরিক সাবক্রিবশন ফি ৪৬৯ টাকায়। আইস্ক্রিন কর্তৃপক্ষ বলেছন, টার্কিশ সিরিয়ালগুলো বাংলা ভাষাভাষীদের কাছে এখন অনেক জনপ্রিয়। প্রযুক্তি ও ওয়েবের কল্যাণে বাংলা ভাষার দর্শকরা এখন দেশ-বিদেশের বিভিন্ন কনটেন্ট উপভোগ করছেন। এসব দর্শকদের বিচরণ এখন বিশ্বজুড়ে ছড়িয়ে আছে। তাদের কথা মাথায় রেখে বিশ্বমানের এসব কন্টেন্ট বাংলা ভাষায় ডাবিং করে পৌঁছে দেয়ার লক্ষে আইস্ক্রিন এই উদ্যোগ নিয়েছে।
https://www.kaabait.com