বিদেশ :মধ্য ভারতেরছত্তিশগড়রাজ্যে মাওবাদী বিদ্রোহীদের পেতেরাখা বোমাবিস্ফোরণেআটজনপুলিশসদস্য ও তাদের এক গাড়িচালকনিহতহয়েছেন। স্থানীয়পুলিশ সোমবারএই তথ্য নিশ্চিতকরেছে। জানাযায়, বিজাপুর জেলায়পুলিশসদস্যরাএকটিগাড়িতেযাওয়ারসময় এই বিস্ফোরণ ঘটে। পুলিশজানায়, মাওবাদীদের পেতেরাখাবিস্ফোরকডিভাইসেরআঘাতেপুরোগাড়িটিধ্বংসহয়েযায়। এতে ঘটনাস্থলেই সব আরোহীরমৃত্যু হয়। ছত্তিশগড়েনিরাপত্তাবাহিনীরওপরসা¤প্রতিকবিক্ষিপ্তহামলাগুলোরধারাবাহিকতায় এই ঘটনাটিঘটলো। রাজ্যটিতে গত কয়েকমাসেমাওবাদী বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীরএকাধিক বন্দুকযুদ্ধে বহু বিদ্রোহীনিহতহয়েছেন। ছত্তিশগড়এবংতারআশপাশেররাজ্যগুলো দীর্ঘদিনধরেমাওবাদী বিদ্রোহেপ্রভাবিত। তবেসা¤প্রতিকবছরগুলোতেমাওবাদীকার্যক্রমের ক্ষেত্র উল্লেখযোগ্যভাবেসীমিতহয়েএসেছে। মাওবাদী বিদ্রোহীরাপ্রয়াতচীনা নেতামাও মে তুংয়েরকমিউনিস্ট মতাদর্শে অনুপ্রাণিতহয়েসরকারেরবিরুদ্ধে গেরিলাযুদ্ধ চালিয়েযাচ্ছে। তারা দাবিকরে, দরিদ্র কৃষক ও ভ‚মিহীনশ্রমিকদেরতাদেরজমিএবংখনিজসম্পদেরওপরঅধিকারফিরিয়ে দেওয়ার দাবিতে এই লড়াইচলছে। বিদ্রোহীদেরঅভিযোগ, বড়বড়খনি কোম্পানিগুলো এই সম্পদ শোষণকরছে। বিদ্রোহ দমনেভারতসরকারতৎপরতাচালালেও এ ধরনেরসহিংসতাএখনোপুরোপুরিবন্ধকরা সম্ভব হয়নি।
সূত্র: রয়টার্স
https://www.kaabait.com