শাহিন আলম আশিক : তথা কথিত কবিরাজ চিকিৎসার নামে প্রতারণার মাধ্যমে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এক কবিরাজ। সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে তিনি মিনি হাসপাতাল ফুলের চিকিৎসা দিচ্ছেন। এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না এছাড়া তিনি বিভিন্ন ব্যক্তিদের ম্যানেজ করে তার এই অবৈধ চিকিৎসা চালিয়ে যাচ্ছে এমন অভিযোগ উঠেছে। পঞ্চগড় জেলার, বোদা উপজেলায়, মিরপারা গ্রামে, কুচক্রী মহলের ছএছায়ায়, গড়ে উঠেছে, বেনামী এক মিনি হাসপাতাল, যেখানে, প্রায়, সকল রোগের,চিকিৎসা সেবা দিয়ে থাকেন, কথিত কবিরাজ, শওকত আলী।তিনি কবিরাজি চিকিৎসার সাথে এলাপতি চিকিৎসা করে থাকেন। অসুস্থতার পরিবেশে তিনি এই চিকিৎসা দিয়ে থাকেন। অনুসন্ধানে গিয়ে দেখা যায়, কাচা, পাকা,একাধিক ঘরে, রোগীদের, আবাসিক ব্যাবস্থা রাখা হয়েছে,, যার সর্বনিম্ন ভাড়া, প্রতি রাত (তিন শত) ৩০০/= টাকা, কথিত কবিরাজ এ-র কাছে, এ বিষয়ে জানতে চাইলে, তিনি নিজেকে আয়ুর্বেদিক চিকিৎসক বলে দাবি করেন,, সরেজমিন এ দেখা যায়,নানা ধরনের রোগের, রোগী চিকিৎসা নিচ্ছেন, অনেকে বেড ভাড়া নিয়ে থাকছেন। চিকিৎসা সেবার মান ও ধরন সমন্ধে জানতে চাইলে, কবিরাজ শওকত আলী জানান, আমি দেশীয় পদ্ধতিতে,গাছ,গাছরা ও লতা পাতা, ফলমূল দিয়ে ঔষধ তৈরি করে থাকি, কথিত হাসপাতালের বৈধতা সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বলেন, এগুলোর তত্ত্বাবধানে ফিরোজ আলম, কথিত ফিরোজ আলম এ-র ফোনে যোগাযোগ করলে, তিনি বলেন, আমি কবিরাজ কে চিনি, আমার সাথে ভালো সম্পর্ক, এলাকার সাধারণ মানুষের কাছে, এ বিষয়ে জানতে চাইলে, একাধিক ব্যাক্তিদ্বয়, বলেন শওকত আলী দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, এলাকাবাসীর দাবি বিষয় টি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা, খতিয়ে দেখবেন।