• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৪১
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল গ্রেপ্তার দেশের প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করেছে বিগত সরকার দেশে সাড়ে ৩৩ হাজার অবৈধ বিদেশি: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই বিপ্লবের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে ঘুষের বাকী টাকা না পেয়ে পক্ষপাতমূলক প্রতিবেদন দাখিল; খুলনার সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের দপ্তরে অভিযোগ ফকিরহাটে তুলার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের বাজেট বিষয়ে মতবিনিময় সভা  ফকিরহাটে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার শুভ উদ্বোধন মোরেলগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ মেসির মায়ামি জয় দিয়ে বছর শুরু করলো

বিসিসিআই বাংলাদেশ-ভারত টেস্টের জন্য কিছুদিনের মধ্যে দল ঘোষণা করবে

প্রতিনিধি: / ৩৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

এ মাসেই মাসেই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট খেলবে ভারত। দুলীপ ট্রফির প্রথম রাউন্ডের পরে ভারতের টেস্ট স্কোয়াড ঘোষণা করবে বিসিসিআই। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে ভারত তাদের প্রথম টেস্ট খেলবে। প্রথম টেস্টের আগে ভারতের লাল বলের খেলোয়াড়রা ১২ সেপ্টেম্বর চিপকে অনুশীলন শুরু করবে। একই ভেন্যুতে ১৫ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিসিআই। ৫ থেকে ৮ সেপ্টেম্বর ব্যাঙ্গালোর এবং অনন্তপুরে অনুষ্ঠিত দলীপ ট্রফির প্রথম রাউন্ডের পরে এই ঘোষণা হতে পারে। স্কোয়াডে থাকা প্রায় নিশ্চিত শুবমান গিল, লোকেশ রাহুল, ধ্রæব জুরেল, কুলদ্বীপ যাদব, আকাশ দ্বীপ, ইয়াশভি জাইসাওয়াল, সরফরাজ খান, রিশাব পান্ট, মুকেশ কুমার, শ্রেয়াস আইয়ার, আর্শদ্বীপ সিং এবং কেএস ভরতের। অভিমন্যু ইশ্বরন, দেবদূত পাডিকল, সাই সুদর্শন এবং বোলার সাই কিশোর, সৌরভ কুমার, যশ দয়ালের মতো আরও অনেক টেস্ট প্রত্যাশী দুলীপ ট্রফির শুরুতে খেলবেন। ভারতের শেষ টেস্ট সিরিজ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে ফেব্রæয়ারি-মার্চে ঘরের মাঠে। যা রোহিত শর্মার ৪-১ ব্যবধানে জিতেছিল। বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতেছে এবং চেন্নাইয়ে এই আত্মবিশ্বাসকে নিয়ে যেতে আগ্রহী। টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষ চারে এখন বাংলাদেশ। পাকিস্তান সিরিজ শুরু হওয়ার আগে অবশ্য টেবিলে ৮ নম্বরে ছিল বাংলাদেশ। ৬৮.৫২ শতাংশ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের শীর্ষে রয়েছে এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাদের অবস্থান আরও শক্তিশালী করার আশা করবে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com