স্পোর্টস: কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনেক সহিংসতা হয়েছে। ৩৬ দিনের আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মাহবুবুর রহমান মুগ্ধ, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ ছাড়াও অনেক লোকের প্রাণহানি হয়েছে। শিক্ষার্থী ছাড়াও মৃত্যুর মিছিলে ছিলেন শিশুসহ অনেক সাধারণ মানুষ। জাতীয় এই আন্দোলনে নিহত সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আগামী দুই/এক দিনের মধ্যে বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তান সফরে যাবে। তার আগে অনুশীলনের মধ্যেই ছিলেন ক্রিকেটাররা। কিন্তু অস্থিতিশীল অবস্থার কারণে গত কিছুদিন ধরে মুশফিক-মুমিনুলদের অনুশীলন বন্ধ ছিল। গত ৬ আগস্ট তাদের পাকিস্তানে উড়াল দেওয়ার কথাও ছিল। কিন্তু কোন কিছুই পরিকল্পনা মতো হয়নি। তবে সবকিছু ঠিক থাকলে আজ-কালের মধ্যে দেশ ছাড়বে দল। গতকাল বুধবার অনুশীলন শুরুর আগে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিহতদের স্মরণে ক্রিকেটাররা ১ মিনিট নীরবতা পালন করেছেন। কোট আন্দোলন ঘিরে উত্তাল হয়ে উঠে পুরো বাংলাদেশ। বাংলাদেশের শিক্ষার্থীদের জনরোষের মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। পদত্যাগের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে। আপাতত সেখানেই রয়েছেন।
https://www.kaabait.com